Connect with us

খেলাধুলা

ড্রয়ের পথে লর্ডস টেস্ট

Published

on

স্পোর্টস ডেস্ক:
নিশ্চিত হারতে বসা টেস্টকে অবিশ্বাস্যভাবে ড্রয়ের পথে নিয়ে এলেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক, বেন স্টোকস আর জো রুট। এই তিন ইংলিশ ব্যাটসম্যানের দৃঢ়তায় চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানের লিড পেয়ে গেছে স্বাগতিকরা। দিন বাকি আরও একটি। ইংলিশদের হাতে রয়েছে এখনও চার উইকেট। ক্রিজে ১৫৩ রান নিয়ে এখনও টিকে আছেন অধিনায়ক অ্যালিস্টার কুক আর ১৯ রান নিয়ে মঈন আলি। সেঞ্চুরি পেয়েছেন বেন স্টোকস। ৮৪ রান করেছেন জো রুট। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড করেছিল ৫৩২ রান। লিড নিয়েছিল ১৪৩ রানের। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৫ রানেই ২ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ৭৪ রানে পড়ে তৃতীয় উইকেট। দ্রুত উইকেট হারিয়ে যখন ধুঁকতে শুরু করে ইংলিশরা, তখনই দাঁড়িয়ে যান কুক আর রুট। দু’জন মিলে গড়েন ১৫৮ রানের জুটি। এরপর বেন স্টোকসকে নিয়ে আরও ১৩২ রানের জুটি গড়েন কুক। ৮৫ বলে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন স্টোকস। তার আগেই অবশ্য ক্যারিয়ারের ২৭ত সেঞ্চুরির দেখা পেয়ে যান অ্যালিস্টার কুক। ২০৬ বল খেলে তিন  অঙ্কের ঘরে পৌঁছান। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর দাঁড়াল ১১৮ ওভারে ৪২৯ রান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *