Connect with us

আন্তর্জাতিক

তামিলনাড়ুর সিংহাসনে আবার জয়ললিতা

Published

on

আন্তর্জাতিক ডেস্ক:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আবার দেখা যাবে এই এলাকায় ‘আম্মা’খ্যাত জয়ললিতাকে। শুক্রবার (২২ মে) মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পনিরসেলভম। এদিন সকালে তার পদত্যাগপত্র গ্রহণ করেন রাজ্যপাল কে রোসাইয়া। এদিকে, একইদিন সকালে চেয়ারম্যান ই মধুসূদননের নেতৃত্বে বৈঠকে বসেন এআইএডিএমকে-র নীতিনিধারকরা। সবার সমর্থনে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন জয়ললিতা। ফলে এই রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে তাকে দেখতে পাওয়া এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত বছর সেপ্টেম্বরে আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় মুখ্যমন্ত্রীর সিংহাসন হারাতে হয়েছিল জয়ললিতাকে। তবে গত ১১ মে তাকে বেকসুর খালাস দেন কর্নাটক হাইকোর্ট। তবে এখন মুখ্যমন্ত্রীর পদে দেখা গেলেও খুব বেশিদিন এভাবে কাটবে না। ২০১৬ সালে নির্বাচন তামিলনাড়ুতে। সিংহাসনে বসার ছয়মাসের মাথায় আবার ভোটারের দরজায় কড়া নাড়তে হবে জয়ললিতাকে। তবে জনপ্রিয়তায় বর্তমানে অনেকটাই এগিয়ে রয়েছে জয়ললিতার দল এআইএডিএমকে। তারওপর দোষী সাব্যস্ত হয়ে ক্ষমতা হারানোর ঘটনা তার জন্য শাপে বর হয়ে দেখা দিয়েছে। তামিলনাড়ুর অধিবাসীদের মধ্যে এখন ‘আম্মা’র জনপ্রিয়তা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *