Connect with us

দেশজুড়ে

কাউনিয়ার তিস্তার চরে সার্ক প্রতিনিধিদের কুমড়া উৎসব

Published

on

মিজান, কাউনিয়া প্রতিনিধি: তিস্তা নদীর জেগে উঠা পতিত বালু চরে সার্ক এর সহযোগিতায় প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর আয়োজনে রংপুরের কাউনিয়া উপজেলার তালুকশাহবাজ এ বুধবার ২৮শে মার্চ সকালে সার্ক প্রতিনিধিদের কুমড়া উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিএআরসি’র এক্সসিকিউটিভ চেয়ারম্যান কবীর ইকরামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক (ইনপুট) ডিএই কৃষিবিদ কাজী শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভুটানের চিফ মার্কেটিং অফিসার প্রেমা ইউদেন, মালদ্বীপের সহকারী পরিচালক মৎস্য ও কৃষি মন্ত্রনালয় রাহভায়ান, নেপালের ইডি, এনএআরসি বাইডেনথা মাথো, পাকিস্তানের সিনিয়র জয়েন সেক্রেটারী ড.জাভেদ হুমাউন, শ্রীলংকার এডিশনাল ডাইরেক্টর জেনারেল ডাবলুএজি শিশিরা কুমারা, বাংলাদেশের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, অতিরিক্ত পরিচালক খামার বাড়ি ঢাকা সাইফুল ইসলাম, অতিরিক্ত পরিচালক রংপুর শাহ আলম, উপ-পরিচালক ড. সরয়ারুল হক, প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, এমওএ নাজমুল ইসলাম, কুমড়া চাষি স্বাধীন, নাজনিন আক্তার সুজনা প্রমূখ। কুমড়া চাষে কাউনিয়ার চাষিরা যে বিপ্লব ঘটিয়েছে তার সরেজমিনে এসে অভিজ্ঞতা বিনিময় করে সার্ক ভুক্ত দেশ গুলোর কর্মকর্তাবৃন্দ। কাউনিয়ায় তালুকশাহবাজ তিস্তা নদীর চরে প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় ১২০জন চাষি ৪৯হেক্টর জমিতে ৪৯হাজার গর্তে প্রায় ১হাজার ৮শত মেট্রিক টন কুমড়া উৎপাদন করেছে যার আনুমানিক মূল্য ১৮কোটি টাকা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *