Connect with us

দিনাজপুর

দিনাজপুরে র‌্যাবের অভিযানে নব্য জেএমবির ২ জঙ্গী গ্রেফতার

Published

on

দিনাজপুর প্রতিনিধি: র‌্যাব দিনাজপুরে নব্য জেএমবির সামরিক কমান্ডার তামিম গ্রুপের ২ জঙ্গীকে গ্রেফতার করেছে।
রোববার গভীর রাতে র‌্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের রামেশ্যাপুর দারুলহুদা ফাজিল মাদ্রাসায় অভিযান চালিয়ে নব্য জেএমবির সামরিক কমান্ডার তামিম গ্রুপের ২ জঙ্গী মোঃ সেলিম ও খাদেমুল ইসলামকে গ্রেফতার করেছে। ২ জনই দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাসিন্দা। সেলিম রানীপুর গ্রামের ফজলুর রহমান ফজুর ও খাদেমুল নশরতপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জঙ্গী সেলিম আত্মগোপনে থেকে জেএমবির চাঁদা ও কর্মী সংগ্রহ এবং প্রচার-প্রচারণা চালাত। অপর জঙ্গী খাদেমুল লম্বা চুল ও দাড়ি কেঁটে বেশভূষা পরিবর্তন করে সংগঠনের প্রয়োজনে এলাকা থেকে পালিয়ে ঢাকায় অবস্থান করত এবং মাঝে মাঝে গোপনে সাংগঠনিক কাজের জন্য এলাকায় আসত। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, খাদেমুল এলাকায় এসে সেলিমের সঙ্গে সংগঠনের প্রয়োজনে গোপন বৈঠকে মিলিত হবে এমন গোপন সংবাদের ভিত্তিতেই র‌্যাব রামেশ্যাপুর দারুলহুদা ফাজিল মাদ্রাসায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়। জেএমবি’র সারওয়ার-তামিম গ্রুপের অনেকেই নিহত এবং গ্রেফতার হওয়ায় সাংগঠনিক কার্যক্রম দূর্বল হয়ে পড়ায় তারা সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা করার জন্য জিহাদের নামে ধর্মভীরু তরুণ সমাজকে টার্গেট করে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করত। জানা যায়, বড় ধরনের নাশকতার পরিকল্পনা গ্রহণ করছিল। জানা যায়, জঙ্গী সেলিমের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় সন্ত্রাস, নাশকতা ও হামলাসহ একাধিক মামলা রয়েছে।##

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *