Connect with us

দেশজুড়ে

দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

Published

on

Capture

 রংপুর অফিস: দেশে চলমান সহিংসতার প্রতিবাদে নগরীর জি এল রায় রোডের চেম্বার ভবনের সামনে মানববন্ধন করেছে রংপুরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। রোববার দুপুর ১২ টা থেকে ১২টা ৫ মিনিট পর্যন্ত চলা মানববন্ধনে শত শত ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুন্নুন, রংপুর মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম মিলন, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলু, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক আলতাব হোসেন ও রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সরোয়ার টিটু। বক্তারা বলেন, দেশে হরতাল অবরোধের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। ব্যবসায়ীদের দোকানপাটে আগুন দেওয়া হচ্ছে। দিনের পর দিন হরতালের কারণে তারা ব্যবসা করতে পারছেন না। দেশে জ্বালাও পোড়াওয়ের নামে অর্থনীতি ধ্বংস করা হচ্ছে।

এদিকে কাউনিয়া উপজেলা মহাসড়কে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল, এবং দেশের শিক্ষা-অর্থনীতি-গণতন্ত্র ধ্বংসের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে বিএনপি জামায়াত জোটের হরতাল-অবরোধের নামে নাসকতা-জঙ্গীবাদী কর্মকান্ড, প্রেট্রোল বোমা মেরে মানুষ হত্যার রাজনীতি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা ১৪ দল।উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আনারুল ইসলাম, সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, আ’লীগ নেতা হাবিবুর রহমান, যুবলীগ নেতা জমশের আলী, দেলদার হোসেন, ফিরোজ সরকার, দুলাল হোসেন, জুয়েল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারন মানুষ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *