Connect with us

আন্তর্জাতিক

নদীতে ১৪ ঘন্টা জীবিত দেড় বছরের শিশু

Published

on

2675005F00000578-2984698-Lone_survivor_25_year_old_Lynn_Jennifer_Groesbeck_left_and_her_1-m-26_1425876041146আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্যে দুর্ঘটনাকবলিত হয়ে নদীতে পড়ে যাওয়া একটি গাড়ি থেকে ১৪ ঘণ্টারও বেশি সময় পর জীবিত উদ্ধার করা হয়েছে ১৮ মাস বয়সী এক শিশুকে। শনিবার বিকালে এক জেলে নদীতে অর্ধডুবন্ত অবস্থায় গাড়িটি দেখতে পান।গাড়িটির সামনের অংশ পানিতে ডুবে ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এসে গাড়িটি উদ্ধার করে। চালকের আসনে থাকা শিশুর মাকে মৃত অবস্থায় পাওয়া গেলেও শিশুটি  তখনো ছিল জীবিত। গাড়ির সীটে পানির ওপর উল্টো হয়ে ঝুলে ছিল শিশুটি। ১৪ ঘণ্টার বেশি সময় এভাবে টিকে থাকা শিশুটিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় সল্ট লেক সিটির হাসপাতালে। এরপর ধীরে ধীরে তার অবস্থার উন্নতি ঘটে। দুর্ঘটনার কারণ সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে  তদন্তকারীদের ধারণা, নদীর মুখে থাকা ব্রিজে ওঠার সময় সিমেন্টের দেয়ালে ধাক্কা লেগে গাড়িটি নদীতে পড়ে যায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *