Connect with us

ঠাকুরগাঁও

নবাবগঞ্জে রাসপূজার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার

Published

on

news-pic-15-11-16এম.রুহুল আমিন প্রধান,নবাবগঞ্জ- গত সোমবার দিবাগত রাতে দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহাসিক সীতারকোট সংলগ্ন সীতারাম মন্দিরে ৭দিন ব্যপি রাসপূজা উৎসব অনুষ্ঠিত হয়। ওই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি। রাস পূজার উৎসবে আয়োজন কমিটির ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভপতি অধ্যক্ষ বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ জিয়াউর রহমান মানিক। প্রধান অতিথি’র বক্তব্যে প্রতিমন্ত্রী বলেছেন- আজকের হিন্দু সম্প্রদায়ের উৎসবে আপনারা যারা স্বতস্ফুত অংশগ্রহণ করেছেন তাদের জানা আন্তরিক অভিনন্দন। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সকল ধর্মের মানুষ স্বাধীন ভাবে ধর্মীয় উৎসব পালন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। দেশের প্রতিটি জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন মূলক কাজ এগিয়ে চলছে। আসুন সকল ধর্মের অনুসারীরা ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াই। বিশেষ অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য বলেছেন- আমি নির্বাচিত হবার পর বৃহত্তর দিনাজপুর ৬ আসনে মসজিদ-মন্দিরে ব্যপক উন্নয়ন মূলক কাজ চলছে। রাস পূজা উৎসবে দিনাজপুরের ৫ উপজেলার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ সেখানে অংশগ্রহণ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *