Connect with us

দিনাজপুর

নবাবগঞ্জে সহকারি শিক্ষকদের নিয়ে দিনব্যাপী অবহিতকরণ

Published

on

Exif_JPEG_420

নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-যোগদানকৃত ১শ ৬ জন সহকারি শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আজ মঙ্গলবার দায়িত্ব ও কর্তব্য বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ। এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরে আলম সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল। অবহিতকরণ সভায় ট্রেইনার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. ওয়াকিল উদ্দিন, মো. শরীফ হোসেন, মো. অহিদুজ্জামান, কুশদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মো. মোজাফফার হোসেন, বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিহুর রহমান, আন্দোলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা রুমি। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালায় সরকারি চাকুরীতে দায়িত্ব ও কর্তব্য, সরকারি চাকুরীর আচরণ-বিধিমালা বিষয়ে সহকারি শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. বজলুর রশীদ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপনারা প্রশিক্ষণ নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, নব যোগদানকৃত শিক্ষক-শিক্ষিকাগণ এ প্রশিক্ষণ পেয়ে কর্মক্ষেত্রে সহায়ক হবে। প্রশিক্ষণে অংশগ্রহণ করা শিক্ষিকা নুরজাহান খাতুন জানান, এ প্রশিক্ষণ নেয়ার কারণে বিভিন্ন বিষয়ে অবগত হতে পেরেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *