Connect with us

রাজনীতি

নির্বাচন কমিশন অযোগ্য ও মেরুদণ্ডহীন: এরশাদ

Published

on

1476780089aaaজাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশন অযোগ্য ও মেরুদণ্ডহীন। আগামীতে আমরা এ রকম মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন চাই না। যোগ্য লোকের নেতৃত্বে নিরপেক্ষ নির্বাচন চাই।’

আজ মঙ্গলবার দুপুরে চারদিনের রংপুর সফরে এসে তার পল্লীনিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এরশাদ আরো বলেন, ‘চীনের রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতার সাক্ষাতের সুযোগ না দেয়া সরকারের সমুচীন হয়নি। এতে আমরা মনক্ষুণ্ণ ও মর্মাহত হয়েছি। আমি চীনের বন্ধু ছিলাম এবং থাকবো।’

জাতীয় সংসদে দুইজন সাবেক রাষ্ট্রপতির ভাতা না দেয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, ‘এতে আমার নাম নেই। এতদিন সাবেক রাষ্ট্রপতির কোনো ভাতা নেইনি। সেনা বাহিনীর প্রধান হিসেবে পেনশন নিয়েছি।’

এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আক্তার, জেলা জাতীয় পার্টির (এ) আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা সদস্য সচিব হোসেইন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর সদস্য সচিব এসএম ইয়াসির, জাতীয় পার্টির (এ) নেতা আলাউদ্দিন মিয়া, জাহিদুল ইসলাম ও লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *