Connect with us

দেশজুড়ে

নীলফামারীতে পিতাকে হত্যা মামলায় রায়ে পুত্রের যাবজ্জীবন

Published

on

downloadনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে পিতা আজগর আলী (৫৫) কে হত্যার ঘটনায় পুত্র গোলাম মোস্তফা(২৭) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুল আলম এই রায় ঘোষনা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায় নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ২০১২ সালের ২৪ জানুয়ারী রাতে পারিবারিক কলহে পিতা আজগর আলী কে তার দ্বিতীয়পুত্র রংপুর কারমাইকেল কলেজের অনার্সের ছাত্র গোলাম মোস্তফা শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় হত্যার শিকার আজগর আলীর বড়ভাই আফছার আলী বাদী হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেফতার করে। পরে আসামী জুটিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দীও দেয়। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানে আদালত আসামীর বিরুদ্ধে উক্ত রায় প্রদান করেন বলে জানান ওই আদালতের সরকারি কৌশলী (এপিপি)জামিল আহমেদ জানান।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *