Connect with us

দেশজুড়ে

নুরালাপুর আমরীময়ী দেবীর আশ্রমে নরসিংদীর জেলা প্রশাসক

Published

on

ভ্রাম্যমাণ প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদী সদর থানা নুরালাপুর ইউনিয়নের কৃষ্ণ সাধু ও আমরীময়ী দেবীর আশ্রম দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে। কাইকার টেকের নিতাই চাঁদ সাধুর শিষ্য কৃষ্ণচন্দ্র ও আমরীময়ী দেবী। এ দুই সাধক সাধিকা যথাক্রমে ১৩২০ সালে ও ১৩৪০ সালে দেহ ত্যাগ করলে এখানে আশ্রম গড়ে উঠে। বাংলা ১২১২ সালে ২২ শে ফাল্গুন আমরীময়ী দেবীর জন্ম। দূর-দূরান্ত থেকে বিভিন্ন ভক্তবৃন্দ প্রতিদিন এই আশ্রমে আসে। প্রতি বছর ১৭ থেকে ২২ শে মাঘ পর্যন্ত উৎসব পালিত হয় । গত ৯ মার্চ নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান উক্ত আশ্রম পরিদর্শন করেন। এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থনা জানান। জেলা প্রশাসক ঘুরে ঘুরে আশ্রম দেখেন। এসময় তিনি আশ্রমকে কেন্দ্র করে হিন্দু-মুসলিম সম্প্রীতির প্রশংসা করেন। তিনি আশা করেন, এ সম্প্রীতি যেনো বজায় থাকে। মাধবদী একটি শিল্প এলাকা, এখানে শিল্পের পাশাপাশি সংস্কৃতি বিকাশে জেলা প্রশাসন সহযোগিতা করবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *