Connect with us

দেশজুড়ে

পঞ্চগড়ের আটোয়ারীতে বাড়ছে ভূট্টার চাষ

Published

on

আটোয়ারী প্রতিনিধি,পঞ্চগড়: অন্য ফসলের চেয়ে রোগ বালাই, পোকা মাক্ড়ের আক্রমণ সেচ খরচ কম আর লাভ বেশি হওয়ায় আটোয়ারীতে দিন দিন বাড়ছে ভূট্টা চাষ। তাই লাভ জনক ও বিকল্প ফসল হিসেবে এলাকার কৃষক বেছে নিয়েছে ভূট্টা চাষকে। তুলনা মূলক ভাবে অন্য ফসলের চেয়ে ভূট্টা ফলন বেশি হয়ে থাকে। ভূট্টার পাতা গো খাদ্য হিসেবে আর ভূট্টার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে । আটোয়ারী উপজেলার ভূট্টা চাষি বিপ্লব চন্দ্র বর্মন জানান, খরচ কম লাভ বেশি হওয়ায় তারা ভূট্টা চাষ করছে । রহিম চন্দ্র জানান আলু ওঠার পরপরই জমিতে ভূট্টা চাষ করলে কোন রকম সার প্রয়োগ করতে হয় না এবং পানি সেচ বেশি লাগে না বললেই চলে।

মোঃ ছয়ফুল ইসলাম জানান, ভূট্টার ক্ষেতে রোগ বালাই কম এবং পোকা মাকড়ের আক্রমণও কম আর ভূট্টার পাতা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এ সব সুবিধার কারণে এই এলাকার চাষিরা অন্যান্য ফসলের পাশাপাশি ভূট্টা চাষে ঝুকে পড়েছে। তবে তাদের অভিযোগ অন্যান্য ফসলের কৃষি বিভাগের নজর থাকলেও ভূট্টা চাষে তাদের তেমন সহযোগিতা নাই । তাদের সহযোগিতা ও পরামর্শ পেলে তারা আরো ভূট্টা চাষে লাভবান হতো।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *