Connect with us

দেশজুড়ে

পঞ্চগড় বোদায় আধুনিক পদ্ধতিতে মরিচ চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

Published

on

masবোদা (পঞ্চগড়) প্রতিনিধি:  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য ও সেবা প্রদানের প্রক্রিয়াকে নিয়মিতকরণ ও প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রদানের লক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ সেক্টর পিপিআই কমিটির উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিস ও সার্প-হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন, লেন প্রোগ্রাম এর সহযোগিতায় বোদা সদর ইউনিয়নের নাসিরমন্ডলের হাট এলাকায় আধুনিক পদ্ধতিতে মরিচ চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বোদা ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের সকল সদস্য সহ এলাকায় মরিচ চাষে আগ্রহী ব্যক্তিগন প্রশিক্ষণটি গ্রহন করেন। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাখিবুল ইসলাম, ফেডারেশনের আহবায়ক অখিল চন্দ্র ঘোষ, পিপিআাই কমিটির সদস্য তহিদুল ইসলাম ও মসজিদের ইমাম পবিজউদ্দীন। এছাড়াও সদস্য সচিব, পিপিআই কমিটি (প্রাণিসম্পদ) মোঃ আবুল কালাম আজাদ, সদস্য সচিব (কৃষি) মোঃ মসলিমউদ্দীন, ও লেন প্রোগ্রাম, সার্প-হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ মন্তাজুল ইসলাম।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *