Connect with us

আন্তর্জাতিক

‘পরমাণু অস্ত্র ছুড়তে সক্ষম উত্তর কোরিয়া’

Published

on

11b07afdafbd402bb3c112c8c0fd81b4_18আন্তর্জাতিক ডেস্ক:

পরমাণু অস্ত্র ছোঁড়ার সক্ষমতা উত্তর কোরিয়ার আছে এবং আক্রান্ত হলে পাল্টা ব্যবস্থা হিসেবে পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে দেশটি। শুক্রবার স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত এসব কথা বলেছেন। “পরমাণু অস্ত্র দিয়ে হামলা চালানোর অধিকার যুক্তরাষ্ট্রের একচেটিয়া নয়,” স্কাই নিউজকে বলেছেন রাষ্ট্রদূত হাইয়ুন হাকবং। এখন উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সামর্থ্য আছে কিনা এমন প্রশ্ন করা হলে হাকবং বলেন, “যে কোনো সময়, যে কোনো সময়, হ্যাঁ।” “যদি যুক্তরাষ্ট্র আমাদের আঘাত করে, আমরা পাল্টা আঘাত করবো। প্রচলিত যুদ্ধের জন্য প্রচলিত যুদ্ধ করতে আমরা প্রস্তুত, আর পরমাণু যুদ্ধের জন্য পরমাণু যুদ্ধ। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ নিয়ে আমরা ভীত নই,” বলেছেন তিনি। ১৯৯৩ সালে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রিকরণ চুক্তি থেকে বের হয়ে যায় উত্তর কোরিয়া। ৩ মার্চ দেয়া এক বক্তব্যে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু ওং বলেছিলেন, দরকার হলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান পরমাণু হুমকির মোকাবেলায় আগ্রাসী হামলা চালানোর ক্ষমতা উত্তর কোরিয়ার আছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে উস্কানিমূলক অভিহিত করে এর নিন্দাও জানিয়েছিলেন তিনি।  প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া আন্তর্জাতিক চুক্তির বরখেলাপ করছে জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসুচি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। উত্তর কোরিযার পরমাণু ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র “গোয়েন্দা কার্যক্রমের বিষয় বিধায়” কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উত্তর কোরিয়ার যে কোনো ধরনের হামলা থামিয়ে দেয়ার, প্রতিরোধ করার ও পাল্টা ব্যবস্থা নেয়ার পূর্ণ প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আছে বলে জানিয়েছেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *