Connect with us

গাইবান্ধা

পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধা হাফিজার রহমানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Published

on

Hafizer Photoগোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে শনিবার সকালে বীরমুক্তিযোদ্ধা ও রংপুর বেতারের কন্ঠশিল্পী হাফিজার রহমান (৬৫) আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, সহযোদ্ধা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার আদ আসর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও থানার এসআই বাবুল আকতার বীরমুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অর্নার প্রদর্শন করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতা-কর্মী ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসুলি­র উপস্থিততে নামাজে জানাজা করেন। শেষে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা হাফিজার রহমানের মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. মো. ইউনুস আলী সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যন আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলাম বাবু, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান সরকার, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তৌহিদুল ইসলাম মন্ডল, যুবলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মন্ডল, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক-সন্তোপ্ত পরিবারের প্রতি পৃথক বিবৃতিতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *