Connect with us

জয়পুরহাট

পাঁচবিবি অর্ধ কোটি টাকার ভারতীয় পন্য জব্দ করেছে বিজিবি

Published

on

5 BB News 20 06 2015

পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধ:  বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা ভারতীয় উন্নত মানের ৪২৪ পিচ শাড়ি , থ্রী পিচ-২৪ টি, ফেন্সিডিল ২৪২ বোতল, শার্ট ৫৮ পিচ সহ ইমিটেশনের চুড়ি ৮০ কেজি উদ্ধার করেছে। উদ্ধারকৃত চোরাচালানী মালগুলোর আনুমানিক মুল্য প্রায় ২৩ লক্ষ টাকা।

বিজিবি’র পাঁচবিবি বিশেষ(স্পেশাল) ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হামিদ জানায়, শনিবার দিবাগত রাত ২.৩০টার সময় পার্বতীপুর-সান্তাহার গামী তেল বহনকারী মালট্রেন হিলি ষ্টেশনের অদূরে ভারতীয় সীমান্তের নিকট দাড়ঁ করে বিপুল পরিমানের ভারতীয় পন্য ট্রেনে উঠাই এমন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতে পাঁচবিবি রেল ষ্টেশনে ট্রেনটি তল্ল্যাসী করে এসব মালামাল গুলো উদ্ধার করা হয়। পরে সে গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।

এব্যাপারে , জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল আব্দুর রাজ্জাক তরফদারের নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *