Connect with us

দেশজুড়ে

পাইকগাছায় জমে উঠেছে ঈদের কেনাকাটা

Published

on

পাইকগাছা প্রতিনিধি, খুলনা:
খুলনার পাইকগাছায় জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার। ঈদকে সামনে রেখে ছিট কাপড় ও পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতাদের মধ্যে অধিকাংশই শিশু, তরুণী ও নারী। এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় প্রধান্য পেয়েছে কিরণমালা ও ফ্লোরটার্চ থ্রি পিস। এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘেœ করতে পৌর বাজারের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ওসি মো. আশরাফ হোসেন জানান। উল্লেখ্য, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। প্রধান এ ধর্মীয় উৎসবের এখনও প্রায় দু’সপ্তাহ বাকি রয়েছে। এরই মধ্যে প্রয়োজনীয় কেনাটা সেরে নিচ্ছেন অনেকেই। বিশেষ করে শিশু, তরুণী ও নারীরা তাদের পোশাক-আশাক আগে ভাগেই কিনতে শুরু করে দিয়েছেন। এ জন্য ছিট কাপড় ও পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ বিপনী বিতানগুলো। বিসমিল্লাহ গার্মেন্টের মালিক শফিয়ার রহমান জানান, এবারের ঈদে তরুণীদের পছন্দের পোশাক হিসেবে কিরণমালা ও ফ্লোরটার্চ থ্রি পিস বেশি প্রাধান্য পেয়েছে। শ্রেণিভেদে ৬শ’ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এ পোশাকগুলো।
তবে ঈদের শেষের দিকে কেনাকাটায় আরো বেশি প্রভাব পড়বে বলে ফজলু ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী মো. ফজলু জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *