Connect with us

দেশজুড়ে

পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা

Published

on

পাইকগাছা প্রতিনিধি, খুলনা:
খুলনার পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-১৫ পালন উপলক্ষে উপজেলা ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. প্রভাত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নরেন্দ্রনাথ মৈত্র, মেডিকেল অফিসার শিকদার সফিকুল ইসলাম, পার্থ প্রতিম দেবনাথ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় মণ্ডল, সাংবাদিক জি.এম মিজানুর রহমান, প্রকাশ ঘোষ বিধান, আলাউদ্দীন রাজা, সিনিয়র স্টাফ নার্স ফিরোজা খানম, হামিদা খাতুন, সুলতান বিশ্বাস, অফিস সহকারী নার্গিস বানু, ইমদাদুল হক, ব্র্যাকের সুপ্রিয়া মৃধা ও হাফেজ মহিবুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন, এমটি (ইপিআই) শাহ আলম।
উল্লেখ্য, এবারের ক্যাম্পেইনে ৬-১১ মাসের ২ হাজার ৮৩৮ জন শিশুকে নীল রঙের ১ লাখ (আইইউ) এবং ১২-৫৯ মাসের ২১ হাজার ৬৭৭ শিশুকে, লাল রঙের ২ লাখ (আইইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থায়ী কেন্দ্র ২৪০টি, অতিরিক্ত কেন্দ্র ২৫টি, দুর্গম এলাকায় ১৬টি টিকা কেন্দ্রে অনুষ্ঠিত ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবী ৭৬৯, ব্র্যাক ১৫০, স্বাস্থ্য সহকারী ৪৫, পরিবার পরিকল্পনা সহকারী ৫০, সিএইচসিপি ৩৬, পরিবার পরিকল্পনা পরিদর্শক ২, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৮, চিকিৎসা সহকারী ৮, সেনিটারী ইন্সপেক্টর ১, এমটি (ইপিআই) ১ ও ১০ জন চিকিৎসক।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *