Connect with us

দেশজুড়ে

পাবনার ঐতিহাসিক ‘ডাববাগান যুদ্ধ’ দিবস

Published

on

পাবনা প্রতিনিধি:
১৯ এপ্রিল ছিল পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহাসিক ‘ডাববাগান যুদ্ধ দিবস’। একাত্তরের ডাববাগানের এই যুদ্ধ ছিল একাত্তরের এক মাইলফলক। কিন্তু আজও ইতিহাসের পাতায় স্থান পায় নি ডাববাগানের যুদ্ধ দিবস।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, একাত্তরের ১৯ এপ্রিল দুপুরে নগরবাড়ী ঘাট হয়ে পাকসেনারা বগুড়া যাবার চেষ্টা করে। খবর পেয়ে মুক্তিসেনারা সাঁথিয়া উপজেলার ডাববাগানে অবস্থান নেন। প্রথমত পাকসেনারা সম্মুখ যুদ্ধে টিকতে না পেরে ব্যাপক ক্ষতি শিকার ও হতাহতের পর পিছু হটে নগরবাড়ী ফিরে যায়। যুদ্ধে প্রায় ৫০ জন পাকসেনা নিহত হয়। এদিকে ওই সম্মুখযুদ্ধে শহীদ হন ইপিআর হাবিলদার মমতাজ আলী, হাবিলদার আবদুর রাজ্জাক, নায়েক হাবিবুর রহমান, সিপাহী এমদাদুল হক সহ আরও অনেক ইপিআর সদস্য।
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে ধরে রাখতে ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ডাববাগানে বর্তমান শহীদনগরে ‘বীরবাঙ্গালি’ নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। ওই বছরের ১৯ এপ্রিল স্মৃতিসৌধটি উদ্বোধন করেছিলেন তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।
শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি চিহ্ন ‘বীর বাঙ্গালি’ রক্ষণাবেক্ষণের অভাবে এখন অনেকটাই অরক্ষিত। আর স্থানীয় মুক্তিযোদ্ধারা দিবসটি স্মরণ করলেও সরকারিভাবে পালিত হয় না কোনো কর্মসূচি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *