Connect with us

জাতীয়

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

Published

on

নিজস্ব প্রতিনিধি:  মন্ত্রিসভায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন-২০১৫’র খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। পাবনার ঈশ্বরদীর রূপপুরে বহু প্রতীক্ষিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে এ আইনের খসড়ার অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার এক নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা ব্রিফকালে সাংবাদিকদের বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য ‘পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি অব বাংলাদেশ’ নামে একটি কোম্পানি গঠনের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে উপকূলীয় নৌ চলাচল চুক্তির খসড়ায় অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ১১ থেকে ১৩ মার্চ গ্রানাডায় ‘ব্লু গ্রোথ ও ফুড সিকিউরিটি’-এর লক্ষ্যে গ্লোবাল এ্যাকশন নেটওয়ার্কের জন্য কৌশলগত বৈঠকে যোগদান সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
বৈঠকে মন্ত্রিবর্গ, প্রতিমন্ত্রীবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *