Connect with us

খেলাধুলা

পিছিয়েছে বাংলাদেশ

Published

on

স্পোর্টস ডেস্ক:
বৃহ¯পতিবার (০৭ মে) ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ ১০ দলের কোনো পরিবর্তন হয়নি। মূলত, প্রথম ১৭ দলের অবস্থানই অপরিবর্তিত রয়েছে। তবে, দুই ধাপ পিছিয়ে ১১৬ পয়েন্ট নিয়ে ১৬৯ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ। এর আগে গত ০৯ এপ্রিল সর্বশেষ ফিফা র‌্যাংকিং ঘোষণা করা হয়েছিল। এক মাসেরও কম সময়ে মাত্র দু’টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে রয়েছে আমেরিকা ও মেক্সিকো এবং সুরিনাম ও গায়ানার মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এছাড়াও, ২৭ মার্চ অনুষ্ঠিত রাশিয়া ও মন্টেনেগ্রোর মধ্যকার ইউরো বাছাই পর্বের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সেটিও র‌্যাংকিংয়ের বিবেচনায় আনা হয়েছে। অবশ্য, ওই ম্যাচটিতে রাশিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়। স্বল্প সংখ্যক ম্যাচের কারণেই নতুন র‌্যাংকিংয়ে তেমন একটা রদবদল হয়নি। বিশ্বচ্যা¤িপয়ন জার্মানি ১৬৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। জার্মানদের পরেই আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পয়েন্ট সংখ্যা ১৪৯৪। তিনে থাকা বেলজিয়ামের (১৪৫৭) পরেই কলম্বিয়ার অবস্থান (১৪১২)। ১৩৭২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। সাত নম্বরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের চেয়ে এক ধাপ উপরে নেদারল্যান্ডস। দু’দলের পয়েন্ট সংখ্যা যথাক্রমে ১২২১ ও ১৩০১। দুইবারের বিশ্বচ্যা¤িপয়ন উরুগুয়ে আছে আটে। ১১৭৬ পয়েন্ট পাওয়া উরুগুইয়ানদের পরেই সুইজারল্যান্ডের (১১৩৫) অবস্থান। দশ নম্বরে রয়েছে ২০১০ বিশ্বকাপের চ্যা¤িপয়ন ¯েপন (১১৩২)। উল্লেখ্য, পয়েন্টের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়েছে আগামী বিশ্বকাপ আয়োজক রাশিয়া। ৪৭ পয়েন্ট যোগ হওয়ায় ৮২৮ পয়েন্ট নিয়ে তারা পাঁচ ধাপ অগ্রসর হয়। ফলে, ৩২ থেকে ২৭ নম্বরে উঠে এসেছে রাশিয়ানরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *