Connect with us

দেশজুড়ে

পিরোজপুরে র‌্যাবের অভিযানে ৫০৭ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Published

on

%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0-%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%beএস.এম. সাথী ইসলাম, পিরোজপুর: পিরোজপুরের বরিশাল র‌্যাব-৮ এর বিশেষ একটি টহলদল রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের পাকা সড়কের ওপর থেকে ৫০৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বশির হোসেন আকন(২৮) ও মো. মামুন ফরাজী(২১) নামে দুই ব্যবসায়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বশির হোসেন আকন পাশ্ববর্তী বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত আলী হোসেন আকনের ছেলে ও মামুন ফরাজী মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মো. মোস্তফা ফরাজির ছেলে। র‌্যাব সূত্রে জানাগেছে, র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসির একটি বিশেষ টহল দল গোপনে সংবাদের ভিত্তিতে উপজেলার মঠবাড়িয়া-মিরুখালী সড়কের হারজি নলবুনিয়া এলাকার মাছ খোলা নামক স্থানে পাকা সড়কের ওপর বসে ইয়াবা ট্যাবলেট কেনা বেচা করছিল। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে। পরে তাদের শরীর তল্লাশী চালিয়ে ৫০৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বরিশাল র‌্যাবের উপ-সহকারী পরিচালক(ডিএডি) মো. লিয়াকত আলী বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের র‌্যাব মঠবাড়িয়া থানায় সোপর্দ করলে তাদের আজ সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *