Connect with us

দেশজুড়ে

পীরগঞ্জে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়’র ভিত্তি প্রস্তর স্থাপন

Published

on

Pirgonj-Rangpur-Photo=a.p.s-1=27-02-2016=OTIJOMমনোয়ার হোসেন, পীরগঞ্জ, রংপুর: প্রধানমন্ত্রীর এপিএস-১ জাহাঙ্গীর আলম বুলবুল বলেছেন-প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। এদের সেবা যত্ন ও শিক্ষা দিয়ে সম্পদ হিসেবে গড়ে তুলতে বর্তমান শেখ হাসিনার সরকার নানা মুখী কর্মসুচির সফল বাস্তবায়ন করে যাচ্ছে। তারই ফল আজকের এই প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়। তিনি সরকারের পাশাপাশি বে-সরকারী ভাবে সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতিবন্ধিদের সেবায় এগিয়ে আসার আহবান জানান। তিনি শনিবার সকালে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুরে ‘গোলেজা খাতুন প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়’র ভিত্তি প্রস্থর স্থাপনপুর্ব মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য রাখ ছিলেন। এ সময় ইউএনও এসএম মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ-রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী মজিবর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা-শরফুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়নাল আবেদীন, সাপ্তাহিক সমকালীন বার্তার সম্পাদক ও প্রকাশক গোলাম কবির বিলু, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক-ময়নুল ইসলাম লাবলু, ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আ’লীগ সদস্য, সরওয়ার জাহান, কৃষকলীগের যুগ্ম-সম্পাদক মামুনুর রশীদ মেরাজুল, উপজেলা জাপার সম্পাদক নুর আলম যাদু, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হাফেজ রফিকুল ইসলাম ও সভাপতি সাজু মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডল, মদনখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি-সামছুল আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আলহাজ্ব সর্দার নুরুন্নবী রবু, যুগ্ম আহবায়ক-মনোয়ার হোসেন লিটন, সদস্য সচিব আমিনুল ইসলাম ও প্রেসক্লাব আহবায়ক কমিটির সদস্যগনসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি তার প্রয়াত মাতা গোলেজা খাতুনের নামে গোপীনাথপুরে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়’র ভিত্তি প্রস্থর স্থাপন ও বিশেষ মোনাজাত করেন। এর আগে এপিএস-১ বিদ্যালয়টির ১৪০ জন প্রতিবন্ধীর সাথে ইশারা-ইঙ্গিতে কথা বলেন। ১ দিনের সরকারী সফরে এসে তিনি ‘একটি বাড়ী একটি খামার প্রকল্প, বড় ফলিয়া আশ্রয়ন প্রকল্প, নির্মানাধীন পুষ্টি একাডেমি ভবন, কাদিরাবাদ বাজার মসজিদ, কয়লার খনি প্রকল্প, সহ চলমান বেশক’টি উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *