Connect with us

দেশজুড়ে

পীরগাছায় কলাক্ষেত প্রাকাশ্য দিবালোকে কর্তন করল প্রভাবশালী মহল

Published

on

Rangpur News, 01-01-16 (1)

পীরগাছা প্রতিনিধি, রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিম গ্রামের এক কৃষকের জমির আবাদকৃত ফসল কলা,আলু,ও গম ক্ষেত গত বৃহস্পতিবার সকাল ১০টায় প্রাকাশ্য দিবালোকে কেটে ফেলছে এক প্রভাবশালী মহল । প্রাপ্ত তথ্য জানা গেছে,পীরগাছা উপজেলার গাবুড়ার চর গ্রামের প্রভাবশালী ব্যাক্তি সৈয়দ আলী ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ৭৫শ” জমিতে আবাদকৃত ফসল কলা,আলু,ও গম ক্ষেত কেটে ফেলছে যার ক্ষতির পরিমান প্রায় ১লক্ষ ১০ হাজার টাকা। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিম গ্রামের মৃত আকুল মামুন এর ছেলে কৃষক আব্দুল জলিল এর কবলাকৃত জমি বিগত ২০০০ সাল থেকে ভোগদখল করে আসছে । যার মৌজা কাশিম জে এল নং-১৪৪,খতিয়ান নং ২২৮,বি এস দাগ নং-৮৭০/৯০৫ জমি পরিমান ২ একর ৮শতক। প্রাপ্ত তথ্য জানা যায়, উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়ার চর গ্রামের জামায়াত নেতা সৈয়দ আলী (৫০) তালেব মিয়া (৫৫) হামিদ মিয়া (৫৩) জাফর মিয়া (৬০) মাহাম মিয়া (৫৭) শুক্কুর আলীসহ দীর্ঘদিন থেকে জমা জমি নিয়ে অহেতুক বিরোধ সৃষ্টি করে । এবং বিভিন্ন ভাবে ওই কবলাকৃত জমিতে যে কোন ফসল আবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করে। এদিকে অসহায় গরিব কৃষক আব্দুল জলিল পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন । থানায় অভিযোগ এর কথা শুনে কৃষক আব্দুল জলিলকে মুঠো ফোনে মেরে ফেলার হুমকি দিয়েছে জামায়াত নেতা সৈয়দ আলী ও তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী। এবং আরও বলেন সাহস থাকলে আমাদের সামনে আয় কিন্তু আমি বড় অসহায় গরিব মানুষ বলে আমাকে ওরা যে কোন সময় মেরে ফেলতে পারে । এ ঘটনায় স্থানীয় সরকার ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করেন এবং আরও বলেন এই সব সন্ত্রাসীদের শাস্তি হোক এটাই আমি চাই । এ ব্যাপারে এলাকাবাসি জানায়, আব্দুল জলিল মিয়া একজন কৃষক তার আবাদকৃত জমিতে জামায়াত নেতা সৈয়দ আলীসহ তার ভাড়াটিয়া একদল সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ্য দেবালকে কলা,আলু ও গম ক্ষেত কেটে ফেলে। এবং ওই জামায়াত নেতা সৈয়দ আলীসহ তার ভাড়া করা সন্ত্রাসীরা বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চেষ্টা চালায়। সন্ত্রাসীরা ওই কৃষককে বাড়িঘর ছেড়ে চলে না গেলে জীবন নাশের হুমকি দেওয়ায় ওই কৃষক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় অসহায় হয়ে পড়েছে। এ বিষয়ে পীরগাছা থানার এস আই তাজুল ইসলাম এসে সরেজমিনে তদন্ত করে সত্যতা স্বীকার করেন। এবং আরও বলেন এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *