Connect with us

দেশজুড়ে

আড়ানীতে ওয়ার্ড কাউন্সিলর পদে আ.লীগের ৬ বিএনপির ৬

Published

on

সেলিম ভান্ডারী, বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিল পদে আওয়ামীলীগ সমর্থিত ৬ ও বিএনপি সমর্থিত ৬ প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার নির্বাচনে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। এরমধ্যে চার নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত মোজাম্মেল হক রাজ বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

বাঘা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১ নম্বর ওয়ার্ডে বিএনপি’র সমর্থিত রবিউল ইসলাম ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। এর মধ্যে রেজাউল করিম রেজা ২৯৮, আবদুল মালেক ২৪৩ ও আবদুল কুদ্দুস কুদু ১৩৫ ভোট পেয়েছেন।

দুই নম্বর ওয়ার্ডে দুইজন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। আওয়ামীলীগ সমর্থিত জিল্লুর রহমান সরদার ৫৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী রফিকুল ইসলাম জেবু পেয়েছেন ৩৩৬ ভোট।

তিন নম্বর ওয়ার্ডে দুই জন প্রার্থীর মধ্যে বিএনপির সমর্থিত প্রার্থী আবদুল আওয়াল ৩৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্ব›দ্বী আফতাফ প্রামনিক পেয়েছেন ৩৪৬ ভোট।

পাঁচ নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী আবদুস সালাম ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য প্রার্থী আবুল হাকিম ২৫০, মোহাম্মদ মিঠু ১৮৮ ও আবদুল জলিল ১০৫ ভোট পেয়েছেন।

ছয় নম্বর ওয়ার্ডে বিএনপি’র সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান রানা ৭৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্ব›দ্বী আবুল কালাম ৩৮৯ ও স্বপন হালদার ৩৫৯ ভোট পেয়েছেন।

সাত নম্বর ওয়ার্ডে বিএনপি’র সমর্থিত প্রার্থী মানিক হোসেন ৮২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া মহন আলী ৪৮২, মামুন হোসেন ২৫৭ ও রেজাউল করিম ২০৮ ভোট পেয়েছেন।

আট নম্বর ওয়ার্ডে মাত্র ১ ভোটের ব্যবধানে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী কার্তিক হালদার ৬১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন চাঁন মিয়া। তিনি পেয়েছেন ৬১৮ ভোট।

নয় নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলেন ৫ জন। এর মধ্যে বিএনপি’র সমর্থিত মোশারফ হোসেন লিটন ৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যান্য প্রার্থী আনোয়ার হোসেন ৩৪১, জয়নাল আবেদীন ৩২০, আশারাফ হোসেন ৮২ ও আজিজুল ইসলাম ৭৪ ভোট পেয়েছেন।

এছাড়া এক, দুই ও তিন নম্বর নারী সংরক্ষিত ওয়ার্ডে বিএনপি’র সমর্থিত প্রার্থী ইলোরা নাজ কেমি ২ হাজার ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্ব›দ্বী প্রার্থী সুলতানা রাজিয়া মলি ৪৩৬ ভোট পেয়েছেন।

চার, পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগ সমর্থিত খাদিজা বেগম ১ হাজার ৮৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী প্রার্থী আনজুমান বানু ১ হাজার ৬২৪ ভোট পেয়েছেন।

সাত, আট ও নয় নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আওয়ামীলীগের সমর্থিত মর্জিনা বেগম ১ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সবুর জান বেগম ১ হাজার ১৮৬ ও নুরজাহান বেগম ১ হাজার ৬৭ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, এ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুক্তার আলী। তিনি নৌকা প্রতীকে ৫ হাজার ১৯৮ ভোট পেয়ে বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী সাবেক ইউনিয়ন চেয়ারম্যান তোজাম্মেল হক (ধানে শীর্ষ) পেয়েছেন ২ হাজার ৭৫১ ভোট। বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ও বর্তমান পৌর মেয়র নজরুল ইসলাম (মোবাইল ফোন) পেয়েছে ২ হাজার ২৩৩২ ভোট।

উপজেলা রিটারিং কর্তকর্তা ও নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, আড়ানী পৌরসভায় মোট ভোটার ছিল ১২ হাজার ৪৬৬। এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ১০ হাজার ৫৫২ ভোট। নষ্ট হয়েছে ১৯৮ ভোট। শতকরা উপস্থিত ৮৪ দশমিক ৬৫ ভাগ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *