Connect with us

মাদারীপুর

পুলিশের গুলিতে ঢাবি শিক্ষার্থী নিহত হওয়ার অভিযোগে মামলা

Published

on

মাদারীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন মৃধা নিহত হওয়ার ঘটনায় পুলিশসহ ৮ জনকে আসামি করে মামলা করেছে নিহতের পিতা বাচ্চু মৃধা। মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ সোমবার মামলা দায়ের করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে ডিবির এএসআই এনামুল হক মন্ডলকে। এছাড়াও অন্য আসামিরা হলেন ডিবি সদস্য মাসুদ রানা, হারুন অর রশিদ, মো. আশিক এবং স্থানীয় ইয়াকুব আলি ফকির, আইয়ুব আলি ফকির, মনি মাতুব্বর, রাসেল মুন্সি।

মামলার বিবরণে জানা গেছে, গত ৩১ মার্চ মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ বিরঙ্গল নুরানী মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এসময় নিহতের দাদা মোতালেব মৃধাকে প্রথমে সর্বোচ্চ ভোট প্রাপ্ত হিসেবে ঘোষণা করা হলেও পরে পুলিশের এএসআই এনামুল হক মন্ডলসহ পুলিশ সদস্যরা মোটা অংকের অর্থের বিনিময় ইয়াকুব ফকির নামে এক ব্যক্তিকে বিজয়ী ঘোষণা করে। এর প্রতিবাদ করলে এএসআই এনামুল গুলি করার হুকুম দেয়। হুকুম পেয়ে কনেস্টবল মাসুদ রানা গুলি করলে সুজন মৃধা নিহত হয়। এঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামি এনামুল হক মন্ডলসহ অন্য আসামিরা বাঁচার জন্য এনামুল নিজে বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদারীপুর পুলিশ সুপার বলেন, ‘একই ঘটনায় একটি মামলা-ই হয়। এ ঘটনায় আগেই একটি মামলা হয়েছে তাই মামলা স্থগিত করেছে। যদি নিহতের পরিবারের কিছু বলার থাকে তাহলে তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে বলতে পারে।’

বাদীপক্ষের আইনজীবী মহিদুল ইসলাম জানান, ‘আমরা সুবিচারের জন্য আদালতে মামলা করেছিলাম কিন্তু মামলা স্থগিত করেছেন আদালত। আগামীতে আমার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হব।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *