Connect with us

আন্তর্জাতিক

পৃথ্বি-দুই’র সফল পরীক্ষা চালাল ভারত

Published

on

8ceb4ee80ae0ad0d74793c6d2e86db81_XLআন্তর্জাতিক ডেস্ক:

ভারত বৃহস্পতিবার সাড়ে তিনশ’ কিলোমিটার পাল্লার পৃথ্বি-২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ক্ষেপণাস্ত্র পাঁচশ’ থেকে এক হাজার কেজি ওজনের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। উড়িষ্যা রাজ্যের চান্দিপুর থেকে এ পরীক্ষা সম্পন্ন করা হয়। একটি ভ্রাম্যমান লাঞ্জার প্যাড থেকে এটি ছোড়া হয়। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা-ডিআরডিও’র ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীরা বলেছেন, ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ক্ষেপণাস্ত্র পৃথ্বির পরীক্ষা এর আগেও একাধিকবার চালানো হয়েছে। ভারতের ইন্টিগ্রেড গাইডেড মিসাইল উন্নয়ন কর্মসূচির আওতায় যে পাঁচটি ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে তারই একটি পৃথ্বি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *