Connect with us

ঢাকা বিভাগ

প্রকৌশলী সিকান্দারের নতুন গানের এ্যালবাম ‘ফরিদপুর গীতি

Published

on

ফরিদপুর সংবাদদাতা, আহম্মদ ফিরোজ ঃ
ফরিদপুরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রকৌশলী মো: সিকান্দার আলী খান মনার ৯ম গানের এ্যালবাম ‘ফরিদপুর গীতি’। গত ৪ ফেব্রুয়ারী প্রয়াত খান আতার শ্রুতি ষ্ট্রডিও থেকে এ্যালবামটির ১৩টি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রকৌশলী সিকান্দার আলী খান মনা একজন স্বভাব কবি, সুরকার ও গীতিকার হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। তার রচিত সংগীত ‘সিকান্দার সংগীত’ হিসেবে পরিচিত। সড়ক ও জনপথ বিভাগের চাকরী হতে অবসর নেয়ার পর এ পর্যন্ত তার গান ও কবিতা বিষয়ক ১২টি বই ও ৮টি এ্যালবাম বের হয়েছে। ৯ম এ্যালবামের গানগুলি ইতিপূর্বে প্রকাশিত তার কপিরাইট রেজিষ্ট্রেশন করা সংগীতের বিভিন্ন বই থেকে নেয়া হয়েছে। এসব গানের কথা, সুর, কন্ঠ ও সংগীত পরিচালনা করেছেন তিনি। কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী মনা, অঞ্জনা, কেয়া, সুমাইয়া ও হালিম।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *