Connect with us

ঢাকা বিভাগ

ভাংগায় দুই ইউনিয়ন বাসির মধ্যে সংঘর্ষে পুলিশ সহ আহত ২০

Published

on

মোঃ রবিউল ইসরাম ভাংগা, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাংগা উপজেলায় হামিরদী ও মানিকদহ্ ইউনিয়ন বাসির মধ্যে মঙ্গলবার সকালে সংঘর্ষে কম পক্ষে ২০জন আহত হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান ও গ্রাম বাসির মধ্যে ইউসুফ শেখ (১৮), মাহাবুব মিয়া (১৭), রুস্তম শেখ (৪৫), আবুল হাসান (১৪), মনি মোল্লা (৩০), শোহাক খালাসি (২৫) আহতদের মধ্যে ৩জন কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের মধ্যে ১০ জনকে ভাংগা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ঢাকা বরিশাল মহাসড়ক প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ ছিল এই সংঘর্ষটি ভাংগা পুখুরিয়া বাসষ্ট্যান ও তার আশ পাশে ১কিলোমিটার ছড়িয়ে পরে। এলাকা সূত্রে জানা যায় গতকাল হামিরদী ইউনিয়নের রাজ কান্দা গ্রামের মৃত সিরাজ তালুকদার এর ছেলে ইমাম তালুকদার ও পাশ্ববর্তী মানিকদাহ ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আইয়ুব শরীফের ছেলে সাজ্জাত শরীফকে কুপিয়ে আহত করাকে কেন্দ্র করে সকালেই দুই ইউনিয়নের কয়েক হাজার লোক সংঘবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে। সংঘর্ষ সময়ে পুকুরিয়া বাজারে বেশ কিছু দোকানপাট ও ঘর বাড়ী ভাংচুর কার হয়। সংঘর্ষের খবর পেয়ে ভাংগা থানা পুলিশ এবং ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ থামাতে পুলিশ ১৫৪ রাউন সর্ট গানের ও ৬ রাউন্ট টিয়ার সেল ছুড়ে, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল্লাহ বলেন বর্তমান এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং উভয় ইউনিয়নের চেয়ারম্যান মিমাংসার সম্মতি হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *