Connect with us

গাইবান্ধা

প্রতিবন্ধীরা সমাজ তথা দেশের প্রতিবন্ধকতা নয়: ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া

Published

on

Gaibandha PHOTO-03বক্তব্য রাখছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি: প্রতিবন্ধীরা সমাজ তথা দেশের প্রতিবন্ধকতা নয়। ওরা সমাজেরই সমষ্টিগত। ওদের স্বাবলম্বী করতে পারলে দেশ আরো এগিয়ে যাবে। আর এজন্য শুধু রাষ্ট্র নয়; দেশের সকলকে সহানুভূতির সাথে কাজ করতে হবে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের কোমরপুরহাট (রামপুর) মঙ্গলবার সকালে তমিজ উদ্দিন শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী (অটিজম) স্কুল উদ্বোধন কালে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন ডেপুটি স্পিকার আলহাজ্ব এ্যাড. ফজলে রাব্বি মিয়া। অত্র স্কুলের সভাপতি ও বরিশাল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক রফিকুল ইসলামের সভাপতিত্বে তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির দিক থেকে বাংলাদেশ এখন অনেক উন্নত হচ্ছে। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, এটা অনেকের সহ্য হচ্ছে না। তাই তারা ষড়যন্ত্র করছে। যাতে করে এ দেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এরা কারা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য যুবস¤প্রদায়কে বিপদগামী করে তাদের তারা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাতে করে জঙ্গিরা বাংলার মাটিতে কোন স্থান না পায়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মতলুবর রহমান নান্নু, শহিদুল ইসলাম বাদশা ও আ’লীগ সদস্য অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন, অত্র ইউপি আ. লীগ নেতা জাহের আলী।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *