Connect with us

চট্রগ্রাম

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ২২ তম ব্যাচের বিদায় ৩১ তম ব্যাচের বরণ অনুষ্ঠানে সিটি মেয়র

Published

on

IMG_4414

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বিধি বিধানের আওতায় পরিচালিত হবে। তিনি বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সুনাম, সম্মান ও মর্যাদা অটুট রাখতে হবে। মেয়র বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৎ, চরিত্রবান, আদর্শবান, নীতিবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে উঠে আলোকিত বাংলাদেশ বির্নিমান করতে হবে। শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ২২ তম ব্যাচের বিদায় ও ৩১ তম ব্যাচের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক প্রফেসর ড. মুয়াজ্জেম হোসেন, বাণিজ্য অনুষদের সহকারী ডিন মোহাম্মদ মঈনুল হক, বাণিজ্য অনুষদের চেয়ারম্যান সুজন কান্তি বিশ্বাস, মার্কেটিং বিভাগের চেয়াম্যান সাদিয়া আকতার। অনুষ্ঠানের সভাপতি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারই অংশ হিসেবে সিটি কর্পোরেশন শিক্ষা বিস্তারে সহযোগিতা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশে ৮২টি বেসরকারী বিশ্ববিদ্যালয় রয়েছে তন্মমধ্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়। এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে শিক্ষার্থীদের জোড়ালো ভূমিকা চান তিনি। অনুষ্ঠানে সিটি মেয়র বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *