Connect with us

দেশজুড়ে

পড়া শুধুই পড়া চাই, পড়ার কোনো বিকল্প নাই মিঠাপুকুরে পড়া উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত

Published

on

মিঠাপুকুর(রংপুর) সংবাদদাতা :   বৃহস্পতিবার রংপুরের মিঠাপুকুর উপজেলায় ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় সেভ দ্যা চিল্ড্রেন এর কারিগরী সহায়তায় আরডিআরএস রিড প্রকল্প আওতায় উপজেলা পরিষদ চত্ত্বরে ‘পড়া উৎসব নামে ’ এক ব্যতিক্রমী হয়ে গেল পড়া উৎসব অনুষ্ঠিত হয়।
এতে পড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রসিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিড প্রকল্প, আর ডিআরএস বাংলাদেশের- নাসিম উদ্দীন আহমদ প্রমুখ। পড়া উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক সহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রারম্ভিক শ্রেণির শিক্ষার্থীদের বাংলা পড়ায় উদ্ধুদ্ধকরণ ও আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এবং শিশুদের পড়ায় উদ্ধুদ্ধকরণে স্থানীয় জনগণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে খেলার মাধ্যমে পড়া চর্চা বিষয়ক পড়া উৎসব এর আয়োজন করা হয়।পড়া উৎসবে মিঠাপুকুর উপজেলার রিড প্রকল্প আওতাধীন নব্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয় হতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১ জন শিক্ষার্থী ও ১জন শিক্ষকসহ ৪জন করে ৩৪টি বিদ্যালয় হতে মোট ১৩২ জন অংশগ্রহণ করে। আরডিএস কর্তৃক রিড প্রকল্পর এধরণের আয়োজন সম্পর্কে বলতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রসীদ বলেন, ভাষার মাসে রিড প্রকল্পের আওতাধীন এ আয়োজনে একাধারে পড়ার বিষয়ে শিশুরা যেমন উৎসাহিত হবে , ঠিক তেমনিভাবে স্থানীয় জনগণের সম্পৃক্ততা শিশুদের পড়ার ক্ষেত্রে আরও আগ্রহের সৃষ্টি করবে। পড়া উৎসবে সভাপতিত্ত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আব্বাস আলী ভুইয়া। উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান শেষে খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *