Connect with us

ঢাকা বিভাগ

ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা অমান্য করে জোর পূর্বক পুকুর ভরাট , প্রতিবাদ করায় যুবেেক প্রহার।

Published

on

DSC00718ফরিদপুর সংবাদদাতা, নাজিম বকাউল : ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার (সিংপাড়া) পুকুর ভারাটকে কেন্দ্র করে নিবাসী মজিবর দত্ত ও গৌতম সাহাকে প্রহার ও প্রাণনাশের হুমকি দিয়েছে একই এলাকার নিবাসী সুকুমার পোদ্দার গং-রা। এ বিষয়ে সুকুমার পোদ্দারের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন গৌতম সাহা ও মজিবর দত্ত। এজাহার সূত্রে জানা যায়, গৌতম সাহা গং-দের পুকুর জোরপূর্বক দখল নিয়ে মাটি ভরাট করছিল সুকুমার পোদ্দার গংরা। এ বিষয়ে গৌতম সাহা আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। ওই ১৪৪ ধারা জারির নোটিশ গত ১৪ জুলাই কোতয়ালী থানার এসআই বিপুল দে (কোতয়ালী থানার পিটিশন নং-২০৪/১৬ এবং স্মারক নং ৫৪, তারিখ : ১৮-০৫-২০১৬ইং তামিল করে) সুকুমার পোদ্দার গং-দের প্রেরণ করেন। ওই নোটিশ পেয়ে সুকুমার পোদ্দার গং-রা ক্ষিপ্ত হয়ে গৌতম সাহা ও মজিবর দত্তকে লাঠি-সোটা দিয়ে প্রহার করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে বলে জানান গৌতম সাহা ও মজিবর দত্ত। তারা আরো বলেন, ১৪ জুলাই তারিখ বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে আবার জোরপূর্বক পুকুরে মাটি ভরাট করতে গেলে আমরা বাধা প্রদান করি। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের সুকুমার গং-রা লাঠি-সোটা প্রহার করে গুরুতর আহত করে।
এ বিষয়ে সুকুমার পোদ্দারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
গৌতম সাহা নিরুপায় হয়ে আবার নতুন ভাবে গতকাল শনিবার জেলা জজ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ জেলা জজ পুকুর ভরাটের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *