Connect with us

দেশজুড়ে

বগুড়ায় নতুন ভোটার দেড় লক্ষাধিক

Published

on

Bogra1ইমরান হোসেন, বগুড়া প্রতিনিধি: বগুড়ায়  এবছড়ে নতুন ভোটারের সংখ্যা প্রথম ও দ্বিতিয় স্তরে প্রায় দেড়লক্ষাধিক। প্রথম স্তরে পূণ বয়স্ক ভোটার হয়েছেন ৯৫ হাজার। দ্বিতিয়  স্তরে ভোটার হয়েছেন যাদের বয়স ১৫থেকে ১৭ বছর হয়েছে তাদের সংখ্যা ৬০ হাজার ৬৯৫ জন। এবারে মেয়েদের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি। পুরুষ ভোটারের সংখ্যা ৪৯ হাজার ৯৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৪৫ হাজার ৭৪৪ জন। জেলার মোট ৯৪ হাজার ৮৪৫ জন ভোটারের মধ্যে বগুড়া সদরের প্রথম স্তরের নতুন ভোটারের সংখ্যা বেশি। সদ্য সমাপ্ত ভোটার নিবন্ধন অনুযায়ী বগুড়া সদরের নতুন ভোটার পুরুষ ও মহিলা ১৫ হাজার ৯৭৪ জন, কাহালু  উপজেলায় ৭০৭০ জন, আদমদিঘী উপজেলায় ৫৬৩৩ জন, গাবতলীতে ৮২৪১ জন,দুপচাছিয়াতে ৫১৯১, ধুনুট উপজেলায় ৯১২৩ জন,নন্দীগ্রামে ৫৭৫৪ জন, শাজাহানপুরে ৭৫০৯ জন,শিবগঞ্জে ১০ হাজার ৪০৪ জন,শেরপুরে ৯০১৪ জন,সারিয়াকান্দিতে ৬১৬১ জন,সোনাতলায় ৪৭৭১ জন। দ্বিতিয় স্তরে ভোটার বগুড়া সদর উপজেলায় ১১১৯৩ জন,আদমদিঘীতে ৩৪৬৫ জন, কাহালুতে ৪৬৫৬ জন,গাবতলীতে ৪৭৪৯ জন,দুপচাছিয়ায় ৩৭৪৮ জন,ধুনটে ৪৬৪০ জন,নন্দীগ্রামে ৩১০৭ জন,শাজাহানপুরে ৫৫০২ জন,শিবগঞ্জে ৬৭৫০ জন,শেরপুরে ৫০১৫ জন,সারিয়াকান্দিতে ৪৩৪৬ জন এং সোনাতলা  উপজেলাতে ভোটর সংখ্যা ৩৫২৫ জন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *