Connect with us

চট্রগ্রাম

বঙ্গবন্ধুর ১৯ মিনিটের ভাষণ বাঙালি জাতিসত্তার জাগরণী যন্ত্র

Published

on

ctg

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখছেন এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ও আ.জ.ম নাছির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর মাত্র ১৯ মিনিটের ভাষণ বাঙালি জাতিসত্তার অভ্যূদয়ের প্রথম বাতিঘর। বিশ্ব ইতিহাসে প্রধান ১০টি ভাষণের মধ্যে অন্যতম এই দুনিয়ার শোষিত মানুষের মুক্তির আকাক্সক্ষা প্রতিফলিত হয়েছে।
তিনি সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসমাবেশে সভাপতির ভাষণে এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু একটি অহিংস আন্দোলনকে নিরস্ত্র জনতাকে অভয় বাণী দিয়ে যার যা কিছু আছে তা দিয়ে গর্জে ওঠার আহŸানে ৩০ লক্ষ বাঙালি আত্মাহুতি দিয়েছে। তাই বঙ্গবন্ধু শান্তি ও অহিংসার অগ্রদূত।
তিনি বাংলাদেশকে পরাভব না দুর্জয় শক্তি হিসেবে উলে­খ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির আত্মশক্তিকে জাগ্রত করে এদেশকে দারিদ্র্য মুক্ত করেছেন। অচিরেই এদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, ৭ মার্চ বাঙালির রাজনৈতিক বিজয়ের ঠিকানা। ঐ দিন বঙ্গবন্ধুর একটি মাত্র ভাষণেই সারা জাতি মুক্তিযুদ্ধের জন্য উজ্জীবিত হয়েছিল।
তিনি আরো বলেন, আজ বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপায়নে চারিদিকে সৃষ্টি সুখের উল­াস চলছে। কোন শক্তিই বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দিতে পারবে না।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসমাবেশে আরো বক্তব্য রাখেন বখতেয়ার উদ্দিন খান, আবুল হাশেম বাবুল, দেলোয়ার হোসেন খোকা, আবদুল মান্নান, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. সুনীল কুমার সরকার, এম জহিরুল আলম দোভাষ, আলতাব উদ্দিন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জুবায়েদা নারগিস খান, মো: হোসেন, আবদুল আহাদ, আবু তাহের, দিদারুল আলম চৌধুরী, ডা: ফয়সাল ইকবাল চৌধুরী, দেবাশীষ গুহ বুলবুল, শহিদুল আলম, জহর লাল হাজারী, কার্যনির্বাহী সদস্য এম.এ জাফর, আবুল মনসুর, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, গাজী শফিউল আজিম, সাইফুদ্দিন খালেদ বাহার, সৈয়দ আমিনুল হক, অমল মিত্র, নুরুল আমিন শান্তি, আহমদ ইলিয়াস, আবদুল লতিফ টিপু, মোরশেদ আকতার চৌধুরী, থানা আওয়ামীলীগের আলহাজ্ব সাহাবউদ্দিন আহমেদ, সুলতান আহমেদ, সিদ্দিক আলম, জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, কাজী আলতাফ হোসেন, আনসারুল হক, মহানগর শ্রমিক লীগের কাজী মাহবুবুল হক চৌধুরী এটলি, মহানগর যুবলীগের ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, ওয়ার্ড আওয়ামীলীগের শামসুল আলম, নুরুল আজিম নুরু, আবদুল­াহ আল ইব্রাহিম, ইউনুছ কোম্পানী, ইকবাল চৌধুরী, আবুল বশর, এস.কে পাল, আবদুল মান্নান, সলিমউল­াহ বাচ্চু, আবদুল হান্নান, আবুল কাশেম, মো: ইয়াকুব, মোরশেদুল আলম, কায়সার মালিক, আশরাফুল আলম, আবদুর রহমান, এম.এ রহমান, মোজাহারুল ইসলাম চৌধুরী, আফছার উদ্দিন চৌধুরী, আশফাক আহমদ, নুরুল ইসলাম নুরু, নাজিম উদ্দিন প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *