Connect with us

দেশজুড়ে

বরিশালের ভাটারখাল বস্তিতে অগ্নিকাণ্ড

Published

on

বরিশাল প্রতিনিধি:
নগরীর ভাটারখাল এলাকায় ঈদগাঁ সংলগ্ন বস্তিতে সোমবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বরিশাল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলাম মিলন জানান, বেলা ১২টার দিকে জামানের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আলাউদ্দিন মিয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ ছয়টি ঘর ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আলাউদ্দিন মিয়া আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।
এদিকে অগ্নিকাণ্ডে খবর পেয়ে তাৎক্ষণিক বিসিসি মেয়র আহসান হাবিব কামাল, জেলা প্রশাসক মো. শহীদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সিটি মেয়র ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১৫টি শাড়ি, ১৫টি লুুঙ্গি প্রদান করেন। তদন্ত শেষে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও মেয়র আশ্বাস দিয়েছেন। জেলা প্রশাসক শহীদুল আলম ক্ষতিগ্রস্তদের মাঝে চাল দেয়ার আশ্বাস প্রদান ও পরবর্তীতে তদন্ত শেষে ঘর নির্মাণে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *