Connect with us

দেশজুড়ে

বর্ণাঢ্য আয়োজনে রংপুরে পহেলা বৈশাখ উদযাপন

Published

on

হাসান আল সাকিব,রংপুর: মঙ্গল শোভাযাত্রা,বণার্ঢ্য র্যালি ও নানা আয়োজনে রংপুর মহানগরীতে নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে।
বাংলা নববর্ষের প্রথম দিনে রংপুর নগরীতে হাজার হাজার নারী পুরুষ আর শিশুদের মিলন মেলা বসেছে রংপুর শহীদ মিনার মাঠে।
সকালে রংপুর জেলা স্কুল মাঠে রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। জেলা প্রশাসক এনামুল হাবীব সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।

সকাল থেকেই সেখানে প্রশাসনের আয়োজনে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্যসহ বৈশাখের নানা অনুষ্ঠান। পরে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণিল শোভাযাত্রা পহেলা বৈশাখ সকালে জিলা স্কুল মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
অন্যদিকে, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর ৬টা থেকে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করছে। সকাল ১১টায় মঙ্গল শোভা যাত্রা অংশ নেয় হাজার হাজার নারী পুরুষ।
এ ছাড়াও নগরীর পাড়া মহল্লা জুড়ে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ। রংপুর জেলার ৮টি উপজেলায় বৈশাখ উপলক্ষে শুরু হয়েছে বৈশাখী মেলা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *