Connect with us

খেলাধুলা

বাংলাদেশের বিরুদ্ধে ১০ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা

Published

on

দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান হাসিম আমলা ও কুইনটন ডি ককের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়তে পারলেন না বাংলাদেশের বোলাররা।

মাশরাফি, তাসকিন রুবেল হোসেনদের পাড়ার বোলার বানিয়ে সেঞ্চুরি তুলে নেন আমলা ও ডি কক। তারা অবিচ্ছিন্ন থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়াডেতে ১০ উইকেটে জয় পেয়ে দক্ষিণ আফ্রিকা।

২৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকার ওপেনার হাসিম আমলা ও কুইনটন ডি কক। তারা অবিচ্ছিন্ন থেকে ৪২.৫ ওভারে ২৮২ রান করেন। বাংলাদেশের বিপক্ষে দুজনেই সেঞ্চুরি করেন। হাশিম আমলা ১১০ বলে ১১২ ও ডি কক ১৪৫ বলে ১৬৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪৩ রান দিয়ে ৪ চার উইকেট নেন রাবাদা।

এ ছাড়া বাংলাদেশের পক্ষে লিটন দাস ২৯ বলে ২১ রান, ইমরুল কায়েস ৪৩ বলে ৩১ রান, সাকিব আল হাসান ২৯, মাহমুদুল্লাহ ২৬ রান, সাব্বির রহমান ১৯ রান ও ওয়ানডে অভিষেক হওয়া সাইফুদ্দিন ১১ বলে ১৬ রান করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *