Connect with us

দেশজুড়ে

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ে ডিসি-ডিএম পর্যায়ে প্রস্তুতি বৈঠক

Published

on

রমজান আলী, পাটগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশ-ভারতের অভ্যন্তরে থাকা ১৬২ ছিটমহল বিনিময় সম্পন্নকরণের লক্ষে বাংলাদেশ ভারত ডিসি-ডিএম পর্যায়ে ৩০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রস্তুতিমূলক দ্বিতীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ৩ ঘন্টাব্যাপী লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর হলরুমে এ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ৭৫ কার্যকারী সদস্য ও অতিরিক্ত ১০ জন সদস্য, মোট ৮৫ জন সদস্য ছিটমহল বিনিময় যৌথ জরিপ কার্যক্রম পরিচালনা করবেন বলে সিন্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ৮৫ সদস্যের জরিপ কার্যক্রম পরিচালনার জন্য সদস্যদের প্রশিক্ষণ গ্রহন, ক্যাম্প স্থাপন, যৌথ মাঠ পরিদর্শন নিশ্চিতকরণ, বিজিবি ও বিএসএফ এর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকল্পে নিরাপত্তা জোরদারে সিন্ধান্ত গ্রহন করা হয়। এ বৈঠকে ছিটমহলের ভূমি মালিকানা জরিপের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আগামী ৬ জুলাই হতে ১৬ জুলাই পর্যন্ত জরিপকারী সদস্যরা ছিটমহল বাসীর বাড়ী বাড়ী গিয়ে গণনা কার্যক্রম পরিচালনা করবেন। প্রতি ৫ জন গণনাকারীকে সুপারভাইজিং করবেন একজন সুপারভাইজার।

কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, লালমনিরহাট-১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমদ বজলুর রহমান হায়াতী, বিজিবি রংপুর অঞ্চলের পরিচালক লে. কর্ণেল সাফিউল আলম, লালমনিরহাট পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ সুপার তবারক উল্ল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তার হোসাইন আজাদ, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এজিএম এরশাদ আহসান হাবীব, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরকুতুবুল আলম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালক জাহিদুল হক সরকার, ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের কান্সিলর আনোয়ারুল ইসলাম, রংপুর জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আব্দুল মান্নান।

অপরদিকে ভারতের কুচবিহার জেলা শাসক (ডিএম) মি. পি উলাগানাথেনের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কুচবিহার পুলিশ সুপার রাজেশ কুমার ইয়াদেব, বাংলাদেশে নিযুক্ত সহকারী হাইকমিশনার সন্দিপ মিত্র, কুচবিহার অতিরিক্ত জেলা শাসক(সার্বিক) চিরঞ্জীব ঘোষ, কুচবিহার অতিরিক্ত জেলা শাসক(এল এন্ড এলআর) সঞ্জয় কুমার দাস, মেখলিগঞ্জ সাব ডিভিশনাল অফিসার রঞ্জন কুমার ঝাঁ, মাথাভাঙ্গা সাব ডিভিশনাল রঞ্জন চক্রবর্তী, দিনহাটা সাবডিভিশনাল অফিসার কৃষ্ণভা ঘোষ, ছিটমহল উন্নয়ন কর্মকর্তা প্রদীপ্ত ভেক্তা, ডিরেক্টর ওআরজি আই ধিরাজ জাইন, ডিরেক্টর ডিস্ওি, ডাব্লিউ বি আরুন সি,স, পিএল এ্যান্ড এল আরও দেবা সীস, ডিএমডিসি বিল্পপ সরকার, আই বি বি ডি সুদিপ্ত সরকার, ওসি এন ক্লেভ কুচবীহার এল টি ভুঠিয়া।

বিকেলে ভারতের প্রতিনিধি দলটি দেশে ফিরে যাবেন বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *