Connect with us

বিবিধ

নজরুল মঞ্চে ‘এইদেশ ও একজন পথিক’ বইয়ের মোড়ক উম্মেচন

Published

on

12688365_1047926975229370_7887899183628597884_n

খাইরুল সিকদার, অশুলিয়া প্রতিনিধি: অমর একুশে গ্রন্থমেলার দশম দিনে বাংলা একাডেমির নজরুল মঞ্চে জুবায়ের মোস্তফা সম্পাদিত, মোহাম্মদ সফিকুল ইসলাম কর্তৃক প্রকাশিত, সাহিত্যদেশ প্রকাশনীর ব্যানারে কানাডা প্রবাসি শমশের আলী হেলাল এর জীবন ও কর্ম নিয়ে “এইদেশ ও একজন পথিক” নামকবইয়ের মোড়ক উম্মেচন হয়েছ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^-বিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক ড. আনিসুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মিজানুর রহমান শেলী, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি খোন্দকার তারেক রায়হান, চলচ্চিত্র পরিচালক নোমান রবিন, এ্যাডভোকেট সারোয়ার হোসাইন সাকিফ প্রমুখ। অনুষ্ঠানের বক্তারা শমশের আলী হেলাল এর কর্মময় জীবনের উপর আলোচনা করে এইদেশ সংগঠন ও বইটির সার্বিক সাফল্য কামনা করেন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, শমশের আলী হেলালকে আমি ব্যক্তিগত ভাবে চিনি, তার জীবনে চলার পথের অর্জন থেকে বর্তমান তরুণ সমাজের অনেক কিছু জানার ও শেখার আছে। বইটি তরুণদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। ড. মিজানুর রহমান শেলী বলেন, হেলালকে আমি আজিমপুরের ছেলে হিসেবে ছোটবেলা থেকেই দেখে আসছি। তার জীবন যে কতটা বৈচিত্র ও প্রেরণাময় তা পাঠকরা বইটি পড়লেই বুঝতে পারবেন।ছাত্রনেতা খোন্দকার তারেক রায়হান বলেন, ছাত্রদের নিয়ে হেলাল ভাইয়ের সমাজ সংস্কারমূলক কাজগুলো নিঃসন্দেহে সবার জন্য অনুকরণীয়। আমি মনে করি এই বইয়ের মাধ্যমে যুব সমাজ ভাল কাজে সবার আগে এগিয়ে আসার অঙ্গীকার নিবে।বাইটি অমর একুশে গ্রন্থমেলায় সাহিত্যদেশ প্রকাশনীর ৩৬৫ নং স্টলে পাওয়া যাচ্ছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *