Connect with us

বিবিধ

মাদক , ইভটিজিং, সন্ত্রাস,অপহরণ বন্ধে চট্টগ্রামে প্রতিবাদ সভা অনুষ্টিত

Published

on

city gate madak picচট্টগ্রাম ব্যুরো: মাদককে না বলুন শ্লোগান নিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ ছাত্রদের আয়োজিত প্রতিবাদ সভা সোমবার সকাল ১১ টার সময় চট্টগ্রাম নগরীর সিটি গেইট মোড়ে মাদক ও ইভটিজিং,অপহরণ,জঙ্গি সন্ত্রাস বিরোধী জন সচেতনতামূলক প্রতিবাদ সভা, র‌্যালি অনুষ্টানে উপস্থিত বক্তারা বলেন সমাজে যেহারে মাদক সেবনে জড়িত হচ্ছে ছাত্র ও যুব সমাজ এর থেকে তাদের মুক্ত করতে হলে সবাইকে সামাজিক আন্দোলনে নামতে হবে। জাতীয় মানবাধিকার ইউনিটি আয়োজিত মাদক,সন্ত্রাস,অপহরণ,ইভটিজিং বিরোধী প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো:জানে আলম সিপন,মহানগর কমিটির সহ সভাপতি এফ এফ মতিউর রহমান, সাধারন সম্পাদক মো:ফোরকান,প্রচার প্রকাশনা সম্পাদক মো:জাহাঙ্গীর আলম, আকবর শাহ থানা কমিটির পক্ষে বক্তব্য রাখেন মো:মোস্তফা কামাল,মো:মাইন উদ্দিন,কাজী মো: মাসুদ,মো: মাইন উদ্দিন সুমন,কাজী মো:মাসুদ,মো: ইকরামুল হক,সন্জয় কান্তি দাশ( পাহাড়তলী কলেজ ও বিশ্ব বিদ্যালয়,মো: জামিল মোস্তফা হাকিম ডিগ্রী কলেজ,মো:মোবারক,মো: নিশাদ,মো: তারেক আজিজ সিটি কলেজ,মো: এস টি টিটু,কায়ছার আলম বাবলু, মাদক ও ইভটিজিং বিরোধী সংগ্রাম পরিষদ মহানগর সাধারন সম্পাদক মো:আলী আজগর, জাতীয় মানবাধিকার ইউনিটি মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন , মাদক বিরোধী শক্তি চেয়ারম্যান এস এম কামরুল হাসান , মো:আবদুল হাকিম যৃগ্ম আহবায়ক চট্টগ্রাম জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন আকবরশাহ চট্টগ্রাম,মো:আলী আকবর লিটন ট্রাক কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন মাদারবাড়ী উপ কমিটির সহ সভাপতি উপরোক্ত কথাগুলো বলেন। সভায় প্রধান বক্তা উপস্থিত ছিলেন । মাদক বিরোধী র‌্যালিতে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: জাহাঙ্গীর আলম,এডভোকেট কামরুল হাসান চৌধুরী,মানবাধিকার সংগঠক আবুল হোসাইন চৌধুরী, মো. সেলিম চৌধুরী, রায়হান হোসাইন, প্রবাসী সুকুমার বড়–য়া, আবদুল কাইয়ুম চেীধুরী, নুরুল আফতাব রিপন,রেজাউল করিম লিটন, সাজ্জাদ হোসেন,ইননান মাহমুদ,টনি,মুন্না,সাহেদ,বেলাল সহ বিভিন্ন স্কুল,কলেজের ছাত্ররা বক্তব্য রাখেন। বক্তারা বলেন সরকার প্রশাসনের একার পক্ষে মাদক,ইভটিজিং বন্ধ করা সম্ভব নয় সমাজ থেকে অন্যায়, অবিচার, মাদক,ইভটিজিং, ও অপহরনের মতো অপরাধ বন্ধ করতে হলে সকল সচেতন নাগরিক ঐক্য হয়ে প্রতিবাদ করতে হবে না হলে সমাজ থেকে মরন নেশা মাদক নির্মূল করা কঠিন হয়ে পড়বে। জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক এম জামাল উদ্দিন বলেন মাদকের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের সামনে বখাটে যুবকদের ইভটিজিং দিগুন হারে বেড়েছে তাহা বন্ধে করতে হলে সকলকে পাড়া মহাল্লায় প্রতিরোধ কমিটি গঠন করে সামাজিকভাবে আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করার আহবান জানান তিনি। উপস্থিত বক্তারা আরো বলেন সমাজ থেকে সকল ধরণের অপরাধ কর্মকান্ড বন্ধ করতে হলে সর্বস্তরের জনসাধরণকে এ ব্যাপারে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান।নাসির উদ্দিন, সেলিম উদ্দিন ডিবলু, ইফতেখায়রুল করিম চৌধুরী প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *