Connect with us

খেলাধুলা

বার্সাতেই থাকছেন এনরিক

Published

on

স্পোর্টস ডেস্ক:
মৌসুমের মাঝ পথে মেসির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে আসনটা টলমল করছিল লুইস এনরিকের। গুঞ্জন ছিল চরমে, মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন তিনি। তবে মৌসুম শেষে চিত্রটা ভিন্ন। দলকে জিতিয়েছেন ঐতিহাসিক ট্রেবল। লা লিগা, কিংস কাপের পর মর্যাদাকর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও গেছে কাতালান শিবিরে। এমন সাফল্যের পর কোনো কোচকে কি ছাটাই করতে পারে কোন ক্লাব? তারপরও এনরিকের ভবিষ্যৎ ছিল শঙ্কায় ভরা। চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরও তিনি বলেছিলেন, ‘সামনে অনেক কিছুই ঘটতে পারে। কোথায় যাব বা থাকব, তা নিয়ে এখনও কিছু ভাবছি না’। এমন যখন অবস্থা তখন এগিয়ে এসেছে বার্সা কর্তৃপক্ষই। ক্লাবটির সভাপতি জোসেফ মারিও বার্তামেও সাফ জানিয়ে দিয়েছেন, ট্রেবল জেতা কোচ এনরিক আগামী মৌসুমেও কাজ করবেন বার্সেলোনার হয়ে। স্বস্তিতে বার্সা সমর্থকরা, সঙ্গে এনরিকেও। মাস দুয়েকের বিরতির পর নতুন মৌসুমের ছক আগে থেকেই কষা হয়তো শুরু করে দিয়েছেন এনরিকে। এই ফাঁকে বার্সার তারকা ত্রয়ী মেসি, নেইমার, সুয়ারেজরা ব্যস্ত হয়ে পড়বেন উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা ফুটবলে। বার্সাতে কাধে কাধ রেখে খেলেছেন মেসি-নেইমার-সুয়ারেজ। সেখানে কোপা আমেরিকায় মাসখানেকের লড়াইয়ে তিনজনেই হবেন একে অপরের প্রবল প্রতিপক্ষ। বার্সা সমর্থকদের কাছে এমন দৃশ্য শিহরণ জাগাবে নিশ্চয়। স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে বার্সা সভাপতি বার্তামেও জানিয়েছেন, ‘এনরিকের সঙ্গে চুক্তি ভাঙ্গার কোন কারণ দেখছি না। কারণ মৌসুম শেষে সে পূর্ণ মার্কস পেয়েছেন। আশা করি সামনের মৌসুমটাও বার্সার হয়ে চমক দেখাবেন তিনি’। বার্সাতে আসছেন জুভেন্টাসের ফরাসি খেলোয়াড় পল পগবা। এমন গুঞ্জন অবশ্য খুব একটা আমলে নেননি বার্সা সভাপতি। তিনি বলেছেন, ‘পগবা জুভেন্টাসের একজন আইকন প্লেয়ার। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে। পগবার সঙ্গে চুক্তির কোন চেষ্টা করিনি আমরা। তবে তার অগ্রগতি আমরা মনিটরিং করেছি’।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *