Connect with us

আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

Published

on

tmp
ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় বিক্ষোভ করছে দেশটির জনগণের একাংশ। তবে এবার বিক্ষোভকারীদের এই বিক্ষোভের প্রশংসা করেছেন ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার ট্রাম্প তার এক টুইট বার্তায় এ প্রশংসা করেছেন। তিনি টুইট বার্তায় উল্লেখ করেন, ‘নির্বাচনের পর যারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে, তারা দেশের প্রতি ভালোসাবা ও আবেগ থেকেই এমনটি করছেন। আমাদের এই বিষয়টিকে ভালোবাসতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই এবং গর্বিত হতে চাই।’

যদিও গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, ‘এই বিক্ষোভ ‘অনুচিত’ এবং বিক্ষোভকারীরা ‘ভাড়াটে’।’

শুক্রবার অন্য এক টুইট বার্তায় ট্রাম্প আরও উল্লেখ করেন, ‘নিউ ইয়র্কে বিভিন্ন পরিকল্পনা করতে ব্যস্ত সময় পার করছি। খুব শিগগিরই কয়েকজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আমাদের সরকার পরিচালনা করবেন।’

উল্লেখ্য, গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের একাংশ। আন্তর্জাতিক গণমাধ্যগুলোর তথ্য মতে, কমপক্ষে ২৫টি শহরে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা, ককটেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর, যান চলাচলে ব্যাঘাত, সম্পদ ধ্বংস, ট্রাম্পের কুশপুতুল দাহ করছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *