Connect with us

জাতীয়

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Published

on

images (4)নিজস্ব প্রতিনিধি:

দেশের ৭০ ভাগ মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। তবে সবার জন্য নিশ্চিত করতে সরকার কাজ করছে উল্লেখ করে বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে নাটোর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকার লালবাগে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ চারটি উপকেন্দ্র থেকে ৩শ’ ১৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে ৭০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আগে যেখানে ৩ হাজার ২শ’ মেগাওয়াট পেতাম বর্তমানে আমরা ১৩ হাজার ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। অদূর ভবিষ্যতে মোট উৎপাদন ১৯৬৫০ মেগাওয়াটে উন্নীত করতে সরকারের পরিকল্পনা রয়েছে।তিনি বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে জনগণকে আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বেশি থাকলেই বেশি ব্যবহার সঠিক কাজ নয়। কম বিদ্যুৎ ব্যবহারে অর্থ ব্যয় কম হয়। এতে সাধারণ মানুষের সুবিধাই নিশ্চিত হয়।

প্রধানমন্ত্রী জানান, দেশে এখন সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ৭ হাজার ১৭১ মেগাওয়াট পর্যন্ত উন্নীত হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *