Connect with us

দেশজুড়ে

বেরোবিতে মঙ্গল ও বুধবার ভর্তি পরীক্ষা-পরীক্ষা চলাকালে ভ্রাম্যমান আদালত থাকবে

Published

on

download (11)বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট এবং বিকাল সাড়ে তিনটায় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন বুধবার সকাল সাড়ে নয়টায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট, দুপুর সাড়ে ১২টায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিট এবং বিকাল সাড়ে তিনটায় জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ভেন্যুসহ নগরীর মোট ২০টি ভেন্যুতে (শিক্ষা প্রতিষ্ঠানে) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর আসন বিন্যাসসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (িি.িধফসরংংরড়হ২০১৪.নৎঁৎ.ধপ.নফ) পাওয়া যাবে। এবছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য মোট ৯০ হাজার ৪০২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে।

পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় ভেন্যুসহ পরীক্ষার জন্য নির্ধারিত ভেন্যুগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। একই সাথে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে ‘ভ্রাম্যমান আদালত’ সক্রিয় থাকবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *