Connect with us

দেশজুড়ে

বোদায় বিদ্যালয়ের খেলার মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Published

on

schoolবোদা (পঞ্চগড়) প্রতিনিধি:  পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল মঙ্গলবার বোদা-পাঁচপীর মহাসড়কের বৈরাতী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন রকম স্লোগান দিয়ে বিদ্যালয়ের খেলার মাঠ অবৈধভাবে দখলসহ বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার প্রতিপাদ জানান। মানববন্ধনে চলাকালে বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু চন্দ্র বর্মন, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল আলম দানু, শাহা আলমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাথীবৃন্দরা। মানববন্ধন চলাকালে প্রধান শিক্ষক বিষ্ণু চন্দ্র বর্মন বলেন বোদা উপজেলার পাচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয় একটি ঐতিয্যবাহী স্কুল। আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১২০০ জন। স্থানীয় এলাকাবাসীরা তাদের বিদ্যালয়ের খেলার মাঠের জমি দখল করে চলাচলের রাস্তা তৈরী করেছেন। এতে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সমস্যা সৃষ্টি সহ স্কুলে পরিবেশ বিনষ্ট হচ্ছে। তাই স্কুলের শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী ও অভিভবকরা উক্ত দখলকৃত খেলার মাঠ অবৈধভাবে দখলের প্রতিবাদ জানিয়ে সরকারের আশু পদক্ষেপ কামনা করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *