Connect with us

খেলাধুলা

ব্ল্যাটারকে স্বৈরাচারী বললেন ম্যারাডোনা

Published

on

স্পোর্টস ডেস্ক:
ফিফা সভাপতি সেফ ব্ল্যাটারকে একের পর এক আক্রমণ করেই যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। ৭৯ বছর বয়সী ফিফা প্রধানকে এবার তিনি ‘স্বৈরাচারী’ আখ্যায়িত করে বক্তব্য দিয়েছেন। পঞ্চমবারের মতো ফিফা সভাপতির পদের জন্য এই সুইস ভদ্রলোকের লড়াই করাটাকে ‘অযৌক্তিক’ ও ‘হাস্যকর’ বলেও উল্লেখ করেন তিনি। টানা পঞ্চমবারের মতো ফিফা সভাপতির পদে বসতে যাচ্ছেন সেফ ব্ল্যাটার। ১৯৯৮ সাল থেকেই ফিফার শীর্ষ পদে সমাসীন রয়েছেন তিনি। আগামী সপ্তাহের ফিফা সভাপতির পদে তার বিপক্ষে লড়াই করার জন্য একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্দানের প্রিন্স আলি বিন আল হুসাইন অবশিষ্ট রয়েছেন। অন্য দুই প্রার্থী লুই ফিগো ও মাইকেল ফন প্রাগ গত সপ্তাহে নিজেদের নাম প্রত্যাহার করে নেন। ফিফা সভাপতির পদে থাকাকালে অনেকবারই সেফ ব্ল্যাটার বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। সেই লোকই কি না আগামী সপ্তাহের নির্বাচনে জিতে পঞ্চমবারের মতো এই পদে বসতে যাচ্ছেন- এটা ভেবে যেন এখন থেকেই আতঙ্কগ্রস্ত দিয়েগো ম্যারাডোনা। দি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে ৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আমাদের মতো যারা ফুটবল নিয়ে গভীর চিন্তা-ভাবনা করেন তারা জানেন, সেফ ব্ল্যাটারের অধীনে থেকে ফিফা একটি দুর্নীতিগ্রস্ত, অমর্যাদাকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’ এসময় ব্ল্যাটারের দিকে আঙুল তুলে ম্যারাডোনা বলেন, ‘যখন আমি দেখলাম কেউই তাকে প্রকাশ্য সমর্থন জানাচ্ছে না, অনেকেই বলছে যে তিনি পঞ্চমবারের মতো এই পদে বসতে যাচ্ছেন। কিন্তু কেন? তার পুনঃনির্বাচিত হওয়াটা অযৌক্তিক এবং অদ্ভুত। কেউই মনে করছে না যে, সে এই পদের জন্য যোগ্য এবং জয়টা তার প্রাপ্য।’ এরপর ব্ল্যাটারকে ‘বিদ্রুপ’ করে আর্জেন্টাইন কিংবদন্তী বলেন, ‘সম্প্রতি সে ঘোষণা দিয়েছে ফুটবল থেকে বর্ণবৈষম্য দূর করার জন্য আরও বেশি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এবং নারী ফুটবলের উন্নয়ন ঘটাবে। এটি শুনে আমার হাসি পেয়েছে। আমার প্রশ্ন হলো- সেফ, তুমি এর আগে গত চার মেয়াদে কী কাজ করেছ?’ সর্বশেষ সেফ ব্ল্যাটারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমরা দীর্ঘ সময়ের জন্য একজন একনায়ক ও স্বৈরাচারীকে পেয়েছি। আমি ব্ল্যাটারকে বরফ-আচ্ছাদিত মানুষ হিসেবে ডাকতে পারি। কেননা, অনুপ্রেরণা জোগানো বা প্রচণ্ড আবেগ তৈরি করার মতো সামর্থ্য তার নেই, অথচ এটিই ফুটবলের আসল প্রাণ। আন্তর্জাতিক ফুটবলের দশা-ই যদি এমন হয় তবে আমরা অনেক খারাপ অবস্থানে দাঁড়িয়ে আছি।’ প্রসঙ্গত, আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার ২০৯ সদস্য দেশের ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। আগের চার মেয়াদে ফিফা সভাপতি দায়িত্ব পালনের সময় বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বেশ সমালোচিত হন সেফ ব্ল্যাটার। এমনকি কাতারকে ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিতে গিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *