Connect with us

জাতীয়

ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Published

on

download (1)নিজস্ব প্রতিনিধি: ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের দেশ একটি ভূমিকম্প প্রবণ এলাকা। তাই ভবিষ্যতে আমাদের দেশে যে সকল ভবন নির্মাণ হবে সেগুলো যাতে বিল্ডিং কোড মেনে তৈরি হয়। নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঢাকা, সিলেট, সৈয়দপুরের বিমানবন্দরগুলোকে প্রস্তুত রাখারও নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংবিষয়ক এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, জাতির উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। উপজেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করে নগর উন্নয়ন করা হবে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার পল্লী জনপদ নামে নতুন প্রকল্প হাতে নিয়েছে। গত ছয় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থান করা হয়েছে বলে জানান তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *