Connect with us

ঢাকা বিভাগ

ভাঙ্গায় বিনা মূল্যে নাবীজাতের চারা বিতরন।

Published

on

SAM_2508ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর ভাঙ্গা,ফরিদপুরের ব্যবস্থাপনায় বুধবার দুপুরে উপজেলা চত্বরে বিনা মূল্যে নাবীজাতের চারা বিতরন করা হয়।
রোপাআমন মৌসুমে (২০১৪-২০১৫) সালে ক্ষতিগ্রস্থ ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মোট ৫৪ জন চাষীকে এ ধানের চারা বিতরন করা হয়। প্রতি চাষীকে ১.৬৭ শতাংশ চারা বিনা মূল্যে বিতরন করা হয়। উক্ত চারা দিয়ে ৩৩ শতাংশের ১ বিঘা জমিতে ধান রোপন করা যাবে। চারা পেয়ে চাষীরা সন্তষ প্রকাশ করেছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাহাদাত হোসেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। চারা বিতরনের সার্বিক কাজটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান। কৃষি অফিসারকে চারা বিতরনে সাহায্য করেন উপসহকারী কৃষি অফিসার
মোঃ গোলজার আহমেদ , মোঃ খলিলুর রহমান , মুন্সী সাইদুর রহমান , মহিউদ্দিন মিয়া , দুলালচন্দ্র সাহা প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *