Connect with us

আন্তর্জাতিক

ভারতে আত্মহত্যার অনুমতি চাইলেন ২৫ হাজার কৃষক

Published

on

ভারতে

ভারতের উত্তরপ্রদেশের মথুরা শহরের ২৫ হাজার কৃষক আত্মহত্যার অনুমতি চেয়ে ভারতের রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছেন। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে আত্মহত্যা করতে চান তারা। খবর- টাইমস অব ইন্ডিয়ার।

গত শনিবার কৃষকরা রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়ে এমন আবেদনই জানিয়েছেন। যমুনা নদীতে বাধ নির্মাণের ক্ষতিপূরণ পেতে ১৭ বছর আন্দোলন করার পর এই পদক্ষেপ নিলেন তারা। গোয়ালিয়রে ভর্তি প্রক্রিয়ায় জালিয়াতিতে অভিযুক্ত ৭০ জন একই রকম দাবি তোলার এক দিন পর এমন আবেদন জানানোর ঘটনা ঘটে।

উত্তরপ্রদেশের মথুরা ও গোকুল এলাকায় যমুনা নদীতে স্থানীয়দের বিরোধিতা উপেক্ষা করে ১৯৯৮ সালে গোকুল বাধ নির্মাণ করা হয়। ওই বাধের কারণে প্রায় ৭০০ একর ফসলী জমি পানিতে তলিয়ে যায়। এর পর থেকেই কৃষকরা ক্ষতিপূরণের জন্য আন্দোলন করছেন।

বিজেপির শরীক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অঙ্গসংগঠন রাষ্ট্রীয় কৃষাণ সংঘ মথুরার কৃষকদের আন্দোলনে সমর্থন দিয়েছে। এই সংগঠনটির পক্ষ থেকে শনিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে চিঠিটি দেয়া হয়। কৃষকদের জন্য ৮০০ কোটি রুপি ক্ষতিপূরণের জন্য আন্দোলন চলছে সেখানে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *